বাগেরহাট সংবাদদাতা
খুলনা-মোংলা হাইওয়ে মহাসড়কে আজ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার সময় সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফিরোজ আহম্মেদ (৪৫) নিহত হন।
তিনি বাংলাদেশ নৌবাহিনী সাব-লেফটেন্যান্ট অফিসার মোংলা বন্দর জাহাজের কর্মরত ছিলেন। তিনি আজ সন্ধ্যায় মোংলা থেকে মোটরসাইকেল যোগে তার পরিবারকে নিয়ে কাটাখালী এসে তার পরিবারকে গাড়িতে তুলে দিয়ে কর্মস্থলে ফেরার পথে চুলকাটি নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা ট্রাক ও মটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলে ফিরোজ আহম্মেদ নিহত হন।