যশোর ও কেশবপুরে জাতীয় পতাকা অবমাননার দায়ে জেল

0
187

যশোর অফিস

যশোর কেশবপুরে জাতীয় পতাকাকে অবমাননার দায়ে একটি ব্যক্তিকে ৭দিনের কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে কেশবপুর শহরের হাসপাতাল সড়কে বাথরুমের পাইপে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় পতাকা অবমাননা করায় মেসার্স ইসলাম ট্রেডাসের মালিককে সাতদিনের কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান।

এদিকে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জুতা পায়ে শহীদ বেদীতে উঠে সমালোচনার মধ্যে পড়েছেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম খোকন। বিষযটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

তিনি চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার মাশিলা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে।

শহীদ বেদীতে জুতা পায়ে উঠার বিষয়টি ছড়িয়ে পড়লে সকলের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। এ বিষয়ে রফিকুল ইসলাম খোকন দু:খ প্রকাশ করে বলেন প্রচন্ড ভীড় থাকার কারনে তাড়াহুড়ো করে জুতা পায়ে উঠে পড়েছিলাম। পরে আবার জুতা খুলে উঠেছি।

Comment using Facebook