মণিরামপুরে নিবন্ধন ছাড়াই চলছে টিকার কার্যক্রম

0
189

বিল্লাল হোসেন,রাজগঞ্জ

মণিরামপুরে রাস্তায় ঘোরাফেরা অবস্থায় করোনার টিকা পেয়েছেন ৩৬২ জন কোনো প্রকার নিবন্ধন ছাড়ায় তারা টিকার প্রথম ডোজ পেয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিনভর উপজেলার রাজগঞ্জ বেদেপল্লী, রাজগঞ্জ বাজার ও মণিরামপুর বাজারে মিলেছে এ টিকা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা তন্ময় বিশ্বাসের উপস্থিতিতে হাসপাতালের একটি ভ্রাম্যমাণ দল টিকার এ কার্যক্রম চালু করেছেন। আগামী বুধবার ও বৃহস্পতিবার এভাবে হাসপাতালের ভ্রাম্যমাণ দল টিকার কার্যক্রম চালাবেন।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাস বলেন, টিকার কাজকে ত্বরান্বিত করতে মঙ্গলবার আমরা পাঁচ সদস্যর একটি দল ৪০০ টিকা নিয়ে ভ্রাম্যমাণ গণটিকার কার্যক্রমে বেরিয়েছি। নিবন্ধনের বাইরে ১২ বছরের উপরে যাদের পাইছি তাদের টিকা দিয়ে একটি স্লিপ দেয়া হয়েছে।

এক মাস পর এ স্লিপ নিয়ে হাসপাতালে আসলে তারা দ্বিতীয় ডোজ পাবেন।

ডা. তন্ময় বলেন, মণিরামপুরে এ পর্যন্ত ৬৪ শতাংশ লোক করোনা টিকার আওতায় এসেছেন। এছাড়া মঙ্গলবার উপজেলার প্রতি ওয়ার্ডে তিনটি করে ক্যাম্প বসিয়ে গণটিকার কার্যক্রম চালানো হয়েছে।

Comment using Facebook