আশাশুনিতে মাদক ব্যবসায়ীসহ আটক ৬

0
287

আশাশুনি সংবাদদাতা

আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে আটক করেছেন। আটককৃতদের মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়েছে।

অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে এসআই ও এমসআইবৃন্দ অভিযান চালিয়ে আশাশুনি সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের মৃত কেনা মিস্ত্রির ছেলে কবিরুল ইসলাম ও গফুর মোড়লের ছেলে বকুলকে আটক করেন। এব্যাপারে থানায় মামলা (১৩(২)২২) রুজু করা হয়েছে।

অপরদিকে বড়দল উত্তর পাড়া গ্রামের শুকুর আলী ঢালীর স্ত্রী ফিরোজা বেগমকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক, প্রতাপনগরের কল্যানপুর গ্রামের আব্দুল মালেক সানার ছেলে জামিল হোসেন ও মতিয়ার মিস্ত্রীর ছেলে সবুজ ওরফে কারিমুজ্জামানকে ২টি গাঁজা গাছসহ আটক করা হয়।

এছাড়া কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামের ওয়ারেন্টের আসামী আহম্মদ আলীর ছেলে বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

Comment using Facebook