তামিমের কাছে পেশাদারিত্ব আগে: ভাই পরে

0
297

ক্রীড়া ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগের দিন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল দুপুরে আয়োজন করা হয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের।

মাঠে বসেই মিডিয়ার সাথে কথা বলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। তামিম যখন মিডিয়ার সাথে কথা বলছিলেন, তখন তার পাশে দাঁড়িয়ে ছিলেন একজন।

পরিচয় সবারই জানা। নাফিস ইকবাল। তামিম ইকবালের বড় ভাই। না, চট্টগ্রামে খেলা বলে ভাইয়ের সঙ্গে সংবাদ সম্মেলনে চলে আসেননি নাফিস।

তিনিই এখন বাংলাদেশ জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার। জাতীয় দলের যাবতীয় সবকিছু দেখভাল করার গুরু দায়িত্ব এখন সিনিয়র ইকবালের কাঁধে। সে কারণেই সংবাদ সম্মেলনে ছোট ভাই তামিমের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে জাতীয় দলের সাবেক ওপেনার নাফিসকে। ছোট ভাইয়ের পাশে দাঁড়ানো বড় ভাই, স্বাভাবিকভাবেই অধিনায়ক তামিমের কাছে প্রশ্ন ছুটে গেলো, ক্রিকেটীয় সম্পর্কের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্কটা কিভাবে মেইন্টেইন করেন? জবাবে তামিম দিলেন পুরোপুরি পেশাদার এক উত্তর।

Comment using Facebook