লাইফস্টাইল ডেস্ক
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের তৃণমূলের এক প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। তাই তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সম্প্রতি সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে ভারত সরকার। তাই গতকাল মঙ্গলবার (২২ জানুয়ারি) ভারতে যাচ্ছেন আগরতলার একটি চলচ্চিত্র উৎসবে পারফর্ম করতে ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত এই তারকা।
অভিনেতা ফেরদৌস আহমেদ বলেন, নিষেধাজ্ঞার ফলে অনেক ক্ষতি হয়েছে আমার। হাতে থাকা কয়েকটা চলচ্চিত্র এবং নতুন আরও কয়েকটি চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছিল, সেগুলো থেকে সরে আসতে হয়েছে।