শেখ শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0
178

খুলনা ব্যুরো

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেখ শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে খালিশপুর সরকারি পলিটেকনিক কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ ও যুগ্ন আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন।

শেখ শহীদ ক্রিকেট একাডেমির আয়োজনে ও মহানগর যুবলীগের সদস্য মো: রাশেদুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় খালিশপুর থানার ৯টা ওয়ার্ডের ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীদের নিয়ে ৪ দলীয় দুই দিনব্যাপি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, খুলনা সরকারি পলিটেকনিক কলেজের শিক্ষক মো: ইউনুস আলী প্রমুখ।

Comment using Facebook