স্টাফ রিপোর্টার,মনিরামপুর
যশোরের মনিরামপুরে ধানক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে নুর মোহাম্মদ সরদার(৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়। সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার চাকলা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক মশি^মনগর ইউনিয়নের চাকলা সরদার পাড়ার মৃত মোকছেদ আলী সরদারের ছেলে। এলাকাবাসী জানায়, নূর মোহাম্মদ সোমবার সকাল ১১ টার দিকে বাড়ি থেকে মাঠে রওনা হয় ধান ক্ষেতে সেচ দেওয়ার উদ্দেশ্যে।
নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন জানান, বেলা ১২ টার দিকে বিদ্যুৎচালিত সেচপাম্পের সুইচ অন করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার স্বামীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা সেখান থেকে নূর মোহাম্মদের মরদেহ উদ্ধার করে। মনিরামপুর থানার ওসি(তদন্ত) গাজী মাহাবুবুর রহমান জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি।