অভয়নগরে প্রতিপক্ষের হামলায় ২ যুবক আহত

0
379

স্টাফ রিপোর্টার

অভয়নগরের কাদিরপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছে মোঃ কাজল হোসেন ও সোহাগ হোসেন নামে ২ যুবক। আহত দুজন কে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, গত শনিবার সন্ধ্যায় উপজেলার কাদিরপাড়া পাকারমাথা সংলগ্ন এলাকায় ৩ শতক জমির উপর নির্মিত ভুক্তভোগী সোহাগ হোসেনের বাড়ির আংশিক ভেঙ্গে দেয় একই এলাকার আবুল মোল্যার ছেলে রাজু মিন্টু সহ বেশ কয়েকজন। ঘর ভাঙ্গার কারণ জানতে চাইলে উত্তেজিত হয়ে হামলা চালায় রাজু, মিন্টু, বাবুল, শাকিল গং।

এসময় ঠেকাতে আসলে কাজল নামে অপর একজনকে মারধর করে তারা। সোহাগ হোসেন জানান, জমি নিয়ে আদালতে দেওয়ানী মামলা চলমান অবস্থায় তারা এ হামলা চালিয়েছে।

এব্যাপারে জানতে চাইলে গাজীপুর ফাঁড়ির এসআই মিরাজুল ইসলাম জানান, আমি ৯৯৯ এ ফোন পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছায় এবং মারামারি বন্ধ করি। এঘটনায় উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন।

Comment using Facebook