পীরজাদা শাহ্ হাদীউজ্জামানের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

0
185

স্টাফ রিপোর্টার

বার বার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য, যশোর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ৭১ এর যুদ্ধকালিন গণপরিষদ সদস্য মুক্তিযদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা পীরজাদা মরহুম শাহ্ হাদীউজ্জামান এঁর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের পরিবারের আয়োজনে রবিবার দুপুরে ঐতিহ্যবাহী নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসা ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পীরবাড়ী মাদ্রাসার প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি মো. তৈয়্যেব সাহেবের পরিচালনা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উক্ত মাদ্রাসার মুহতামিম ও গদ্দীনশীন পীর হাফেজ শাহ্ আব্দুল্লাহ বোখারী, মরহুমের বড় ছেলে অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, মেঝ ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রোটাঃ শাহ্ আব্দুল মুকিত জিলানী, ছোট ছেলে উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, দৈনিক নওয়াপাড়ার মফস্বল সম্পাদক মাসুদ তাজসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা ও ওমিক্রন ভাইরাসের কারণে পীরবাড়ী মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, পরিবারের সদস্য ও আত্মিয়দের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Comment using Facebook