সাতক্ষীরা সংবাদদাতা
ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমুলক মামলায় গ্রেপ্তারকৃত সাতক্ষীরার পাটকেলঘাটা থানা প্রেসক্লাবের সভাপতি শেখ জহুরুল হকের মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে রোববার সকাল সাড়ে ১০ টায় প্রেসক্লাবের সামনের সড়কে উক্ত মানবন্ধন কর্মসুচি পালিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উঁজ্জল, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম কুমার চক্রবর্তী, নির্বাহী সদস্য সংবাদিক সেলিম রেজা মুকুল, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, হাফিজুর রহমান মাসুম, মনিরুল ইসলাম মনি, এসএম মহিদার রহমান, এসএম আকরামুল ইসলাম, ইন্দ্রজিত সাধু, মো. মনিরুজ্জামান মনি প্রমুখ। ব