শপথ নিলেন নায়ক ইমন

0
346

বিনোদন ডেস্ক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নায়ক মামনুন ইমন। এর আগে টানা দুই মেয়াদে সমিতির আন্তর্জাতিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

এবার নতুন পদে দায়িত্ব বুঝে নিতে শপথ গ্রহণ করলেন ইমন। আজ রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এফডিসির ২ নম্বর শুটিং ফ্লোরে শপথ নেন তিনি। তাকে শপথ বাক্য পাঠ করান সভাপতি ইলিয়াস কাঞ্চন। এসময় উপস্থিত ছিলেন নতুন কমিটির অমিত হাসান, জেসমিন, নাদের খান, আজাদ খান। ছিলেন ডি এ তায়েবও।

শপথ শেষে উপস্থিত হন সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। শপথ নিয়ে ইমন বলেন, ‘আমার খুবই ভালো লাগছে অবশেষে শপথ নিতে পেরে। শুটিংয়ের কারণে আমার শপথ নিতে দেরি হয়ে গেল।

আমাদের সৌভাগ্য ইলিয়াস কাঞ্চন সাহেবের মতো একজন ব্যক্তিত্বকে সভাপতি হিসেবে পেয়েছি। যারা এখনো শপথ নেননি তাদের উদ্দেশ্যে বলবো, জলদি চলেন। যত লেট করবেন ততো লস।’

Comment using Facebook