অভয়নগর হাসপাতালে ২৪টি আধুনিক ফোল্ডিং বেড স্থাপন

0
160

স্টাফ রিপোর্টার

শিল্প বানিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়ায় অবস্থিত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪টি নতুন আধুনিক ফোল্ডিং বেড স্থাপন করা হয়েছে। জায়কার অর্থায়নে ও উপজেলা পরিষদের মাধ্যমে গতকাল শনিবার হাসপাতালের পুরাতন বেড সরিয়ে নতুন বেডগুলো পুনঃস্থাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কমর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডা. আলিমুর রাজিব, জায়কার প্রকল্প প্রধান আলমগীর হোসেনসহ অনেকে। শনিবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডে ১২টি বেড ও মহিলা ওয়ার্ডে ১২টি বেড স্থাপন করা হচ্ছে। বেডগুলো আধুনিক উন্নতমানের ও রোগীবান্ধব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পুরুষ ওয়ার্ডে ভর্তি শ্বাসকষ্টের রোগী বজলুর রহমান বলেন, বেডগুলো তুলনামূলক কিচুটা নিচু, তাছাড়া সবকিছু ভালোই মনে হচ্ছে।

এব্যাপারে জানতে চাইলে আবাসিক মেডিকেল অফিসার ডা. আলিমুর রাজিব বলেন, অভয়নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে এই উন্নতমানের আধুনিক বেডগুলো গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান এক প্রশ্নের জবাবে বলেন, আধুনিক এ বেড গুলো রোগীদের জন্য আরামদায়ক ও সুবিধাজনক।

Comment using Facebook