মশিয়ালীতে জিহাদ হত্যা মামলার আসামি আটক

0
350

খুলনা ব্যুরো

খুলনার খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের জিহাদ হত্যা মামলার ২ নং আসামি আজাদ শেখ (৩০)কে আটক করেছে পিবিআই।

তথ্য প্রযুক্তির মাধ্যমে নগরীর খানজাহান আলী থানা এলাকার মশিয়ালী সিএন্ডবি এলাকা থেকে ১৯ ফেব্রুয়ারী শনিবার বেলা ১২ টার সময় তাকে আটক করা হয়।

খুলনা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ওসি মাহফুজ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মশিয়ালী গ্রামের মৃত মোঃ আমজাদ শেখের পুত্র মোঃ আজাদ শেখ মশিয়ালী গ্রামের জিহাদ হত্যা মামলা ও বাড়িতে অগ্নিসংঘোগ মামলার আসামি। উল্লেখ্য, ২০২০ সালের ১৬ জুলাই রাতে নগরীর খানজাহান আলী থানার মশিয়ালীতে প্রভাবশালী জাকারিয়া-জাফরিনদের গুলিতে গ্রামের নজরুল ইসলাম, গোলাম রসুল ও সাইফুল ইসলাম নিহত হয়। এ সময় গুলিবিদ্ধ হয় আরও ১০ জন।

Comment using Facebook