চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ অভিযান করতে গিয়ে ‘ভুয়া’ ইউএনও আটক

0
259

চুয়াডাঙ্গা সংবাদদাতা

চুয়াডাঙ্গায় মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ অভিযান চালানোর সময় আকবর হোসেন লিন্টু নামে ভুয়া ইউএনও আটক হয়েছেন। এসময় উত্তেজিত জনতা মারধর করে তাকে পুলিশে দেয়। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে এ ঘটনা ঘটে।

আকবর হোসেন লিন্টু (৪২) চুয়াডাঙ্গা পৌর এলাকার কোর্টপাড়ার নুরুল হোসেনের ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিচয় দিয়ে ডিঙ্গেদহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করছিলেন।

এ সময় অনিয়মের অভিযোগ তুলে একটি খাবারের দোকানে ২০০ টাকা জরিমানা করেন। পরে আরেকটি দোকানে গিয়ে মিষ্টি জব্দ করে তা বিনষ্ট করেন।

বিষয়টি সন্দেহ হলে তাকে আটক করে জেরা করেন স্থানীয়রা। পরে স্থানীয়দের তোপের মুখে স্বীকার করেন তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়। এসময় উত্তেজিত জনতা মারধর করে পুলিশকে জানায়। তাকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comment using Facebook