অভয়নগরের বসুন্দিয়া ও প্রেমবাগের চেয়ারম্যানকে নাগরিক সংবর্ধনা

0
204
Exif_JPEG_420

বসুন্দিয়া (যশোর) সংবাদদাতা

অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের উত্তরপাড়ারবাসীর পক্ষ থেকে গতকার শনিবার সন্ধ্যা ৭টায় বসুন্দিয়া ও প্রেমবাগের দ্বিতীয়বার নির্বাচিত দুই ইউপি চেয়ারম্যানকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।

জাতীয় স্বর্ণ বিজয়ী বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল ও প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজউদ্দীনকে উপজেলার উত্তরপাড়াবাসী এক ফুলেল সংবর্ধনা প্রদান করেন।

সংবর্ধিত চেয়ারম্যানদ্বয়কে একটি করে ক্রেস্ট প্রদান করা হয়। আছিরুদ্দিন মোল্যার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড সদস্য সৈয়দ মোঃ তবিবুর রহমান, মোঃ আতিয়ার রহমান খান, উত্তর পাড়ার প্রবীণ ব্যক্তিত্ব মোঃ আব্দুল গফুর। অনুষ্ঠান সঞ্চলনা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘বটবৃক্ষ’র সভাপতি তরিকুল ইসলাম। এছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Comment using Facebook