কেশবপুরে ৪টি তক্ষকসহ দুই পাচারকারি আটক

0
221

কেশবপুর (যশোর) সংবাদদাতা

কেশবপুরে ৪টি তক্ষকসহ দু পাচারকারিকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত বসিয়ে তক্ষক উদ্ধার ও পাচারকারিদের জরিমানা আদায় করে মুক্তি দেয়া হয়েছে।

কেশবপুর উপজেলার সন্ন্যসগাছা গ্রামে বৃহষ্প্রতিবার বিকেলে ৪টি তক্ষকসাপসহ দু পাচারকারিকে আটক করে পুলিশ।আটককৃতরা হলো সন্ন্যাসগাছা গ্রামের হোসেন আলীর ছেলে হালিম জোয়াদ্দার ও তালা এলাকার লিয়াকত আলীর স্ত্রী আকলিমা বেগম।

খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনাপর(ভুমি) আরিফুজ্জামান ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমান আদালত বসিয়ে দু জনকে ১২ হাজার টাকা জরিমানা আদায় ও উদ্ধার হওয়া ৪টি তক্ষক সাপকে বন কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়।

বনকর্মকর্তা আবুল বাসার জানান,উদ্ধারকৃত তক্ষক সাপগুলি খুলনা বন কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। সহকারি কমিশনার (ভুমি) আরিফুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Comment using Facebook