কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বেতবাড়িয়া ও মাটিলা গ্রাম থেকে ১৪ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। আটককৃতদের মধ্যে ১১ জন বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা ও ৩ জন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। শুক্রবার বিকালে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান।
তিনি বলেন, মহেশপুর থানার বেতবাড়ীয়া গ্রামে ১১ জন বাংলাদেশী ভারতে প্রবেশের উদ্দেশ্যে জড়ো হলে বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হলেন, নড়াইলের বিষ্ণপুর গ্রামের নুর ইসলাম শেখ (৩১), সালমা বেগম (২৮), রিফাত শেখ (০৭) গোপালগঞ্জের বড়সুর গ্রামের জাকির বিশ্বাস (৪৬), হোসনেয়ারা বেগম (২৭), আরাফাত বিশ্বাস (০৬) বাগেরহাটের নলবুনিয়া গ্রামের সাইফুল ইসলাম (২৬), মোসাঃ মৌসুমী আকতার (২১), মোঃ আব্দুল্লাহ (০২) মাদারীপুরের নবগ্রামের প্রসেনজিৎ (২৩) এবং বরিশালের পটিবাড়ি গ্রামের মেঘলা সরকার (১৬)। এদিকে মহেশপুরের মাটিলা গ্রামের জামে মসজিদের পাশ থেকে সোনালী আক্তার (২২), বিথী (২৪) ও মোঃ আবির (০৮) হোসেনকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে আটক করা হয়।