কলারোয়ায় খালের পাঁড় কেটে অবাধে মাটিকাটা গাড়ি চলছে

0
272

রেজওয়ান উল্লাহ, কলারোয়া

কলারোয়ার নৌখালি খালের হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা রহমতপুর মাদ্রাসা সংলগ্ন অংশের ভেঁড়িবাধ কেঁটে স্থানীয় ভাটাসহ বিভিন্ন অঞ্চলে সরবরাহ কাজের মাটিকাটা গাড়ি চলাচল করছে অবাধে। বুধবার সরেজমিন ঘুরে দেখা গেছে হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসার রহমতপুর মাদ্রাসা সংলগ্ন নৌখালের পাশে ১৫ বিঘা আয়তনের একটি দিঘির সংস্কার কাজ চলছে। সেই মাটি বিক্রি হচ্ছে স্থানীয় ভাটাসহ চাহিদাকৃত বিভিন্ন কাজে।

কিছু মাটির ট্রাক চলছে মাদ্রাসা সংলগ্ন গ্রামের রাস্তা দিয়ে অপর দিকে সদ্য খননকৃত নৌখালি খালের পাড় ৩০০ থেকে ৪০০ মিটার কর্তন করে সমান্তরালে দেদারসে বড় বড় মাটির ট্রাক চলছে। একাজ চলছে সালাম, বাবু ও মতিসহ স্থানীয় কয়েকজনের সরাসরি সহযোগিতায়।

এভাবে মাটি ভর্তি বড় বড় ট্রাক চলার কারনে সদ্য কোটি কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের খনন করা খালের পাড় কর্তন, খালের গভীরতা কমে যাওয়াসহ নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কিছু সচেতন মানুষ। এব্যাপারে হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, আমি বিষয়টি শুনেছি, তবে তাদেরকে ঐ খালের পাওড়ি দিয়ে চলতে নিশেধ করেছি।

Comment using Facebook