কপিলমুনিতে বস্তাবন্ধি লাশ উদ্ধার

0
246

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা

পাাইকগাছার কপিলমুনি ইউনিয়নের পাটখালী খাল থেকে করিমন্নেছা পরিচয় যাটোর্ধ মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবাার ১৭ই ফ্রেব্রুয়ারী সকাল সাড়ে ৮টায় কাজিমুছা এলাকার মোঃ আমজেদ আলী ওইখালে মাছ ধরতে গিয়ে লাশটি ভাসতে দেখে স্থানীয় ঘের মালিক ও পুলিশকে খবর দেয়।

এ বিষয় কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান মোাঃ কওসার আলী জোয়াদ্দার বলেন যে কাজিমুছার মৃত জরিফ গাজীর মানসিক প্রতিবন্ধী স্ত্রী করিমন্নেছা প্রায় এ দিক সে দিক চলে যেত।

প্রসঙ্গত, লাশ উদ্ধারকালে একজন দাবি করে লাশটি তার মায়ের। তিনি ৪ বছর যাবত মানসিক ভারসাম্য ছিলেন। গত ১১ দিন পৃর্বে তিনি হারিয়ে যান,কিন্তু পরিবারের পক্ষ থেকে থানায় কোন জিডি করা হয়নি বলে জানান পাইকগাাছা থানা পুলিশ। থানার ওসি জিয়াউর রহমান বলেন, ময়না তদন্ত করে জানাযাবে কি ভাবে তার মৃত্যু হয়েছে।

Comment using Facebook