যশোর অফিস
যশোরের বেনাপোলে রমরমা জুয়ার আসর চলছে। এসব জুয়ার আসরের কারণে উঠতি বয়সের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। পুলিশের হানা পোর্ট থানা পুলিশ ৮ জুয়ার আসর থেকে ৮জনকে আটক করেছে। গত বুধবার রাত পৌনে ১২টার দিকে বেনাপোলের কাগজপুকুর গ্রামের মফিজের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে নগদ ১১ হাজার ১৩০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক ৮জন হলো, কাগজপুকুর গ্রামের মফিজুর রহমানের ছেলে তুহিন আলম বাপ্পি (২৫), মৃত হুমায়ুন কবিরের ছেলে জাফর আহমেদ তুষার (২৬), নওশের আলীর ছেলে রুবেল হোসেন (২৭), মৃত ছলেমান মন্ডলের ছেলে আনার আলী (৪৫), মৃত মোসলেম মোড়লের ছেলে টিটো হোসেন (২৯), ভবের বেড় গ্রামের হায়দার আলীর ছেলে সজল হোসেন (২৫), মৃত শাহানুর রহমানের ছেলে সাইফুল ইসলাম চ ল (৩৭) এবং দিঘিরপাড়া গ্রামের আইয়ুব কাজীর ছেলে হান্নান কাজী (৩৫)।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইঁয়া, গোপন সূত্রে সাংবাদ পেয়ে কাগজপুুকুর গ্রামের মফিজের বাড়িতে হানা দিয়ে ৮জনকে আটক করা হয়। তারা টাকার বিনিময়ে জুয়া খেলছিল। আটককৃতরা একাধিক মাদক, হত্যা, চোরাচালান, মারামারি মামলার আসামি।