কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা
তদবিরবাজদের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জেলা-উপজেলার বহুল আলোচিত বিজিবির হাতে আটক ভারতীয় হরিয়ানা রাজ্যের চোরাই গরু দুটি’র নিলাম সম্পন্ন হয়েছে।
কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর কাস্টমস গোডাউন অফিসে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার সময় এ নিলাম কার্যক্রম সম্পন্ন হয়। নিলামে সর্বোচ্চ দাতা কালীগঞ্জ উপজেলার গণপতি গ্রামের গরু ব্যবসায়ী শেখ আজাদ আল ইমরান ভ্যাট ট্যাক্স সহ ২লাখ ৪৫ হাজার ৫৭৫ টাকা দিয়ে নিলামে গরু দুটি কিনে নেয়।
নিলাম কার্যক্রমের সময় সাতক্ষীরার কাস্টমস সুপার নাজমুল হুদা উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেনারি কর্মকর্তা রবিউল ইসলাম, বসন্তপুর বিসিবি ক্যাম্পের সুবেদার বন্দে আলী, মিয়া থানার উপ-পরিদর্শক মাসুম হোসেন ও শিহাব হোসেন সহ সাংবাদিকবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তি এবং নিলামে অংশগ্রহণকারী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।