স্টাফ রিপোর্টার, কেশবপুর
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।
শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি সুপরিকল্পনা নিয়ে রাজনীতি করেন বলেই আজকে দেশ উন্নয়নের মহাসড়কে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। এ জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ দাবায়ে রাখতে পারবে না।
দলীয় কর্মকান্ড চলবে সংগঠনের নিময়ানুযায়ী। সংগঠন যত শক্তিশালী হবে, সরকারও তত শক্তিশালী হবে। কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউপি নির্বাচন পরবর্তী এক বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরোর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হালিমের পরিচালনায় মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম রুহুল আমিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, যুগ্ম-সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মজিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রামপ্রমাদ দেবনাথ প্রমুখ।