ফুলতলায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

0
162

বিশেষ প্রতিনিধি, ফুলতলা

ফুলতলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় গতকাল বুধবার বেলা ২ টায় ভেটনারী হাসপাতাল প্রাঙ্গনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সুমাইয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডাঃ অরুণ কান্তি মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডাঃ সুষেন হালদার, জেলা ভেটনারি অফিসার ডাঃ আইয়ুব আলী, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর খুলনার উপ-পরিচালক এবিএম জাকির হোসেন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ক্রীড়া সংস্থা ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার রায়।

উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম নাজমুস সাকীব শাহিন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাস, খাদ্য নিয়ন্ত্রক মোঃ মিজানুর রহমান, উপজেলা খাদ্য পরিদর্শক পল্লব কুমার ঘোষ, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ রানা প্রমুখ।

দিনব্যাপী প্রদর্শনীতে ৩০ টি স্টলে খামারীরা তাদের উৎপাদিত গরু, ছাগল, হাঁস, মুরগী, কবুতর প্রদর্শন করেন। শেষে সফল খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Comment using Facebook