যশোরে জাসদ নেতাদের হত্যাবার্ষিকীতে আলোচনা সভা

0
254

স্টাফ রিপোর্টার, যশোর

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা কাজী আরেক আহমেদ, লোকমান হোসেন, অ্যাডভোকেট ইয়াকুব আলী, ইসমাইল হোসেন ও সমশের আলীর হত্যাবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার যশোর জেলা জাসদের কার্যালয়ে এই আলোচনা সভা হয়।

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন জাসদের কেন্দ্রীয় কার্যকারি সভাপতি ও জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম।

জেলা জাসদের সহ-সভাপতি লোকমান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক অশোক কুমার রায়, সহ-সভাপতি আহসান উল্লাহ ময়না, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, সাবেক সহ-সভাপতি শরীফ আহমেদ আমিন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও মতিয়ার রহমান পপি। অনুষ্ঠান সঞ্চলনা করেন মোস্তাফিজুর রহমান বাবর।

Comment using Facebook