শৈলকুপায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ময়লার স্তুপ : ভোগান্তিতে শিক্ষার্থীরা

0
304


শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের পাশ ঘেঁষে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক। এই মহাসড়কেরর উভয়পাশে বিভিন্ন ময়লা আবর্জনার স্তুপ গড়ে উঠেছে। এতে দুর্গন্ধের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও পথচারীদের। প্রতিনিয়ত ময়লা-আবর্জনা ফেলার কারণে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে সড়কটি। এবং পরিবেশ দূষিত হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার দুই পাশে ময়লা আবর্জনার স্তুপ এর পাশেই রয়েছে শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজ ও একটি মাদ্রাসা। কলেজের এক পাশে শেখপাড়া বাজার ও একপাশে মদনডাঙ্গা বাজার। মূলত এই দুই বাজারের বিভিন্ন দোকান, হোটেল, রেস্টুরেন্ট, ব্যবসা প্রতিষ্ঠানের ময়লঅ-আবর্জনা রাস্তার দুই পাশে ফেলে আসছে বাজারের পরিচ্ছন্ন কর্মীরা। এতে শিক্ষক-শিক্ষার্থী, পথচারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং বিভিন্ন সময়ে দর্ঘটনায় পড়তে হচ্ছে। দুঃখী মাহমুদ কলেজের অধ্যক্ষ আসাদুর রহমান শাহিন জানান ,কলেজের পাশে ময়লা-আবর্জনা ফেলার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের কলেজে আসতে সমস্যা হচ্ছে এই ময়লা আবর্জনা দুর্গন্ধ কলেজের ভিতরে প্রবেশ করে। ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থী শিক্ষক সহ কলেজের সকলের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি বলেন এ দুর্গন্ধের কারণে প্রায় সময় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। তিনি আরো বলেন বারবার উপর মহলে জানিয়েও সুফল সুফল পাওয়া যায়নি। বাজারের ময়লা-আবর্জনা গুলো যদি কলেজ থেকে আর কিছুটা দূরে ফেলত তাহলে শিক্ষার্থী ও কলেজের সকলে দুর্গন্ধ থেকে ভোগান্তি মুক্ত হতো। তিনি প্রশাসনের দৃষ্টি দেওয়ার আহ্বান জানান। শেখপাড়া ও মদনডাঙ্গা বাজারের কয়েকজন পরিচ্ছন্ন কর্মীদের সাথে কথা বলে জানা যায়, ময়লা-আবর্জনা ফেলার মতো নির্দিষ্ট জায়গা না থাকায় বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা ফেলছে। তারা বলেন, নির্দিষ্ট জায়গা পেলে আমরা ওখানে ময়লা-আবর্জনা ফেলবো না। শেখপাড়া বাজারের ব্যবসায়ীী আতিয়ার রহমান বলেন ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় বিভিন্ন জায়গায় ফেলতে হচ্ছে। তিনি প্রশাসনের কাছে ময়লা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা ও পাত্রের ব্যবস্থা করার আহ্বান জানান। শেখপাড়া বাজার কমিটির সভাপতি হাকিম মোল্লা বলেন, ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় ময়লা আবর্জনা ফেলতে হচ্ছে বিভিন্ন জায়গায়। তিনি ময়লা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা ও পাত্র বসানোর আহ্বান জানিয়েছেন। শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম খান বলেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ময়লার স্তুপ করা যাবে না। ঘটনাটি আপনার মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

Comment using Facebook