অভয়নগরে বই উৎসবে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী-অভিভাবকেরা

0
163


স্টাফ রিপোর্টার
অভয়নগরে প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এই বই বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। মহকাল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন। অন্য দিকে ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সাবেক কাউন্সিলর জাকির হোসেনসহ অভিভাবক সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। এছাড়াও নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয় শাখা ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণকরা হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব রেজাউল হোসেন বিশ্বাস, প্রধান শিক্ষক আলমগীর হোসেনসহ শিক্ষকমন্ডলী অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ। ধোপাদী মডেল স্কুলে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অসিত কুমার বসু, আশিকুর রহমান মিঠু, হারুন অর রশিদ, হাফিজুর রহমান, প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেনসহ শিক্ষকমন্ডলী অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ। ধোপাদী দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সভাপতি ও কাউন্সিলর তালিম হোসেন, প্রধান শিক্ষকসহ শিক্ষকমন্ডলী অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ। বছরের প্রথমে হাতে বই পেয়ে ছাত্রছাত্রীরা আনন্দ উল্লাস করে। প্রথম দিনে বালিকা বিদ্যালয়ের সপ্তম, অষ্টম ওনবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বই বিতরণ করা হয়, প্রাথমিক শাখার প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মধ্যে বই বিতরণ করা হয় এছাড়াও নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে। প্রেমবাগ ইউনিয়নের চাপাতলা আলিম মাদ্রাসা বাহিরঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাহিরঘাট মেছেরিয়া দাখিল মাদ্রাসা প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বনগ্রাম মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় মাগুরা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় ধূলিরও জিয়াডাঙ্গা মাদ্রাসা সহ ইউনিয়নের সকল মাধ্যমিক প্রাথমিক ও মাদ্রাসায় বই বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয় একযোগে।

Comment using Facebook