খুলনা ব্যুরো
গতকাল বুধবার নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবের মেম্বার লাউঞ্জে আয়োজিত কেক কাটা, সম্মাননা স্মারক বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
উপস্থিত ছিলেন খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী, নগর আ.লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মামুনর রশীদ, ইউএস বাংলা এয়ারলাইন্সের খুলনার ম্যানেজার সুজন আহমেদ।
আরও উপস্থিত ছিলেন-খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এসএম জাহিদ হোসেন, ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী, হাসান আহমেদ মোল্লা, কেইউজের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, কেইউজের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল প্রমুখ।