বাগেরহাটে কৃষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম

0
155


বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটে পূর্ব শত্রুতার জেরে সরদার মনিরুজ্জামান (৪৬) নামে এক কৃষককে হাতুড়ি পেটা করে গুরুত্বর জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা সাকিনস্থ মন্টু সাহেবের লেকের পাশের্^ এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুত্বর আহত অবস্থায় সরদার মনিরুজ্জামানকে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ভুক্তভোগী সরদার মনিরুজ্জামান এর ছেলে মহিদুল ইসলাম (২১) বাদি হয়ে বাগেরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মহিদুল ইসলাম তার লিখিত অভিযোগে জানান, আমার পিতা বাগেরহাট সদর উপজেলার খানপুর মহিষঘাটা নদীর চরে সরকারের কাজ থেকে জমি লিজ নিয়ে বসবাস করে আসছে। আমাদের পাশর্^বর্তি জলিল শেখের ছাগল আমার পিতার ক্ষেতের ফসল নষ্ট করলে তাদের সাথে আমাদের বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধেদের জের ধরে জলিল শেখ ও তার পরিবারের লোকজন আমার পিতাকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে আমার পিতা চাকশ্রী বাজার থেকে বাড়ীর উদ্দেশে রওয়ানা করে। সন্ধ্যা ৬টার দিকে বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা সাকিনস্থ মন্টু সাহেবের লেকের পাশের্^ পৌছালে পাশর্^বর্তি জলিল শেখ, সাগর শেখ, জোবায়ের মল্লিক, আলামিন, লিপি বেগম, শিল্পী বেগম, রিনা বেগম বে-আইনী জনতাবদ্ধভাবে হাতুড়ি ও লোহার রড দিয়ে হামলা করে। হামলায় আমার পিতার শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি ও লোহার রডের আঘাতে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। প্রতিপক্ষের আঘাতে আমার পিতা অজ্ঞান হয়ে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। এ সময় তারা আমার পিতার কাজ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৮ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান (ওসি) বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছাগল বাধাকে কেন্দ্র করে মনিরুজ্জামানের উপর হামলার ঘটনা ঘটেছে। আসামীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের করা হবে বলে তিনি জানান।

Comment using Facebook