ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া এলাকায় দুটি পানের বরজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে পৃথক পান বরজের মালিক ইমরান ফকির ও হোসেন আলী জানিয়েছে। এই অগ্নিকান্ডের ঘটনা সোমবার বিকেলে ঘটেছে। ভুক্তভোগীরা জানান, পার্শ^বর্তী জমির মালিক সিরাজ ভূইয়া মনার কর্মচারী ওই দুটি পানের বরজের সন্নিকটে ময়লা-আবর্জনা পুড়ানোর জন্য সেখানে আগুন দেয়। কিছু সময়ের মধ্যে আগুন পানের বরজে লাগে। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে দুটি পান বরজের চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করে। ততক্ষনে সব পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় পান বরজের মালিকদ্বয় দিশেহারা হয়ে পড়েছে। তারা জানান, অনেক কষ্টে এখানে জমি লীজ নিয়ে তারা পানের বরজ করে আসছে। ভুক্তভোগীরা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকিরকে অবহিত করেন।
Comment using Facebook