স্টাফ রিপোর্টার
যশোরে জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে ২৬-৩১ শে ডিসেম্বর ৬ দিন ব্যাপি প্রশিক্ষণে যশোর জেলার সকল উপজেলার শিল্প ও সংস্কৃতি, বাংলা, ইংরেজি, জীবন ও জীবিকা, ইতিহাস ও সমাজ বিজ্ঞান এবং ডিজিটাল প্রযুক্তিসহ ৬টি বিষয়ের উপজেলা মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। গতকাল ২৬ শে ডিসেম্বর সোমবার যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে সকাল ৯ টায় জেলা শিক্ষা অফিসার এ কে এম গোলাম আযম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা এডিসি মো. মনোয়ার হোসেন (শিক্ষা), যশোর টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস হোসেন, যশোর জেলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন। এছাড়াও জেলা শিক্ষা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা প্রশিক্ষক এবং উপজেলা পর্যায়ের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণার্থী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
যশোরে জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Comment using Facebook