রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই তারসহ চোর আটক

0
115


বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ এক চোরকে আটক করেছে খুলনা-৩ আনসার ব্যাটালিয়ন রামপাল ক্যাম্পের সদস্যরা। সোমবার (২৬ নভেম্বর) সকালে বিদ্যুৎ কেন্দ্রের ১নং গেইট থেকে ২৫ কেজি তামার তারসহ তাকে আটক করা হয়। আটক মোঃ মাহাবুর শেখ রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের মোঃ শুকুর আলী শেখের ছেলে। তিনি ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে এদিন ভোরে কেন্দ্রে প্রবেশ করেছিলেন। ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধারকৃত মালামাল ও চোরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গত আট মাসে আনসার ব্যাটালিয়নের সদস্যরা ২৯ জন চোরকে আটক করেছে এবং প্রায় ৫০ লক্ষ টাকার চোরাই মালামার উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।

Comment using Facebook