স্টাফ রিপোর্টার, যশোর
যশোরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) যশোর জেনারেল হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম এ তথ্য নিশ্চিত করেছেন করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। বর্তমানে জেনারেল হাসপাতালের রেড জোনে ১২ ও ইয়েলো জোনে ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন।