সাতক্ষীরা সংবাদদাতা
দেশব্যাপি ৫১টি জেলায় ২০০০কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কের উদ্বোধন করা হয়েছে। এরমধ্যে সাতক্ষীরা জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ২৪ দশমিক ৮ কিলোমিটার সড়কের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়ালি এ সময় সাতক্ষীরা প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড মোস্তফা লুৎফুল¬াহ, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল¬াহ আল হাদী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রোফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীররা নিবাহী প্রকৌশলী আজহারল ইসলাম, এলজিইডি সাতক্ষীরার প্রধান নিবাহী প্রকৌশলী সুজায়েত হোসেন প্রমুখ।
Comment using Facebook