ঢাকা অফিস
পরীক্ষায় ভালো ফলের পুরস্কার দিলো কারিগরি শিক্ষা বোর্ড। দেশের আটটি বিভাগের ৩৪০ জন কৃতি শিক্ষার্থীকে মেধা বৃত্তি হিসেবে সোমবার আনুষ্ঠানিক ভাবে এই পুরস্কার দেয়া হয়েছে। এ উপলক্ষে ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকায় কেন্দ্রীয় অনুষ্ঠানটি আয়োজন করা হয় কারিগরি শিক্ষা বোর্ডে। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন। তিনি ঢাকা ও সিলেট বিভাগের ১০০ জন মেধাবী ছাত্রছাত্রীর মধ্যে মেধাবৃত্তি বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. ওমর ফারুক। সভাপতিত্ব করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে চেয়ারম্যান মো. আলী আকবর খান।
তিনশ’ মেধাবীকে বৃত্তি দিলো কারিগরি শিক্ষা বোর্ড
Comment using Facebook