পাইকগাছায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রমিকলীগের শ্রদ্ধা

0
218

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন পাইকগাছা উপজেলা ও পৌরসভা জাতীয় শ্রমিকলীগের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার মাধ্যমে শ্রদ্ধা জানান। পরে দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিকলীগের আহবায়ক শেখ হারুন অর রশীদ হিরুর সভাপতিত্বে ও সদস্য সচিব সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু। বিশেষ অতিথি ছিলেন আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, জি এম ইকরামুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার,যুবলীগ নেতা জগদীশ রায়, জি এম মিজানুর রহমান, মফিজুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদার, বক্তব্য রাখেন পৌরসভা শ্রমিক লীগের সদস্য সচিব শেখ জাহিদুল ইসলাম, মনিরুল ইসলাম, মিন্টু মিস্ত্রি, শেখ মিথুন মধু, শেখ সরোয়ার্দী, শেখ আকরাম,আহমদ আলী ও বাবুল হোসেন।

Comment using Facebook