বাঘারপাড়া সংবাদদাতা
যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় হাফিজুর মোল্যা (৫৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে চাড়াভিটা বাজারে যশোর-নড়াইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এঘটনায় রাফসান (৫) নামের এক শিশু আহত হয়েছে। নিহত হাফিজুর মোল্যা বাঘারপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ড মহিরণ গ্রামের বাসিন্দা। সে বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক রজিবুল ইসলামের পিতা। দুর্ঘটনায় আহত শিশু রাফসান রজিবুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, হাফিজুর রহমান সকালে নাতিকে সাথে নিয়ে সাইকেলযোগে জামালপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল ১০ টার দিকে বাঘারপাড়া-চাড়াভিটার সংযোগ সড়ক অতিক্রম করার সময় যশোর থেকে ছেড়ে আসা নড়াইলগামী একটি বাস ওই বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান হাফিজুর মোল্যা।
এবিষয়ে তুলারামপুর হাইওয়ে থানার ওসি মো. শহীদ জানান, বৃদ্ধ হাফিজুর মোল্যা অসাবধানতাবশতঃ চাড়াভিটা বাজারের বাঘারপাড়া রাস্তার সংযোগ সড়ক দিয়ে যশোর নড়াইল সড়কে উঠে পড়ে। এসময় নড়াইলের উদ্দেশ্যে যশোর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি বাস তাঁদের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় জনতা আহত হাফিজুরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ঘাতক বাস ও চালককে চিহ্নিত করার চেষ্টা চলছে।
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া রহমান জানিয়েছেন, শিশু রাফসানের মাথায় আঘাত লেগেছে। রোগ সনাক্তে সিটিস্ক্যানের প্রয়োজন হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে শিশুটি শঙ্কামুক্ত। বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।