কেশবপুর সংবাদদাতা
কেশবপুরে কৃষক বজলুর রহমানের ক্ষেতের কুল দূর্বৃত্ত কর্তৃক নষ্ট করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কৃষক বজলুর রহমান বাদি হয়ে অজ্ঞাত দূর্বৃত্তদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও থানায় অভিযোগ করেছেন।
কৃষক বজলুর রহমান বলেন, প্রতাপপুর মাঠে নিজের ৩ বিঘা জমিতে গত ৫ বছর যাবত কুল চাষ করে থাকেন।
এবছর তার বাগানে ১৬০ থেকে ১৭০টি গাছে ভালো ফলনও হয়েছে। সোমবার রাতে অজ্ঞাত দূর্বৃত্তরা কুলের বাগান পিটিয়ে গাছের কুল নষ্ট করে প্রায় ২ লাখ টাকার ক্ষতিসাধন করেছে। তার সঙ্গে কারো শত্রুতা নেই। এর পরও কুল পাক ধরার মূহুর্তে দূর্বৃত্তরা রাতের আধারে ক্ষেতের প্রায় ৯০ থেকে ১০০ মন কুল নষ্ট করেছে। তিনি আরো জানান, গাছে যে কুল রয়েছে তাও নষ্ট হওয়ার পথে।
এ ব্যাপারে তিনি অজ্ঞাত দূর্বৃত্তদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও থানায় অভিযোগ করেছেন।