ক্রীড়া ডেস্ক
বার্মিংহামে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমসের জন্য ১১ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। আগামী ২৮ জুলাই থেকে ৮ আগস্ট অনুষ্ঠিতব্য এই আসরে বাংলাদেশ অ্যাথলেটিকস দলে রয়েছেন দেশের দ্রুততম মানব, লন্ডন প্রবাসী ইমরানুর রহমান ও দ্রুততম মানবী বিকেএসপির সুমাইয়া দেওয়ান।
সাবেক দ্রুততম মানব ইসমাইল হোসেন, সাবেক দ্রুততম মানবী শিরিন আক্তারও আছেন ১১ সদেস্যর এই দলে। শিরিন দৌড়াবেন ১০০ ও ২০০ মিটার ইভেন্টে এবং ইসমাইল অংশ নেবেন ১০০ মিটার স্প্রিন্ট ও লংজাম্পে। বাংলাদেশ দল ইমরানুর রহমান (১০০ মিটার), রাকিবুল হাসান (১০০ ও ২০০ মিটার), মো. ইসমাইল (১০০ মিটার ও লংজাম্প), মাহফুজুর রহমান (হাইজাম্প), স্বপন বিশ্বাস (হাইজাম্প), আশরাফুল ইসলাম (লংজাম্প)। সুমাইয়া দেওয়ান (১০০ ও ২০০ মিটার), শিরিন আক্তার (১০০ ও ২০০ মিটার), উম্মে হাফসা রুমকি (হাইজাম্প), রিতু আক্তার (হাইজাম্প) ও রিংকিং বিশ্বাস (৩০০০ মিটার)।