যশোরে এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

0
283

যশোর অফিস

যশোরে বৈশাখী খাতুন (১৬) নামের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে ঝিকরগাছা উপজেলার স্বরুপপুর গ্রামে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে আনা হয়েছে। বৈশাখী খাতুন উপজেলার স্বরুপপুর গ্রামের তরিকুল ইসলামের মেয়ে।

একই উপজেলার নবীনগর দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী। মৃতের দাদা হবিবর রহমান জানান, সোমবার মাদ্রাসা থেকে দেরি করে আসে বৈশাখী।

এসময় তার মা তাকে দেরির বিষয়ে জানতে চাইলে, সে বন্ধু বান্ধবীর সাথে ঘুরতে গিয়েছিলো বলে। তখন তার মা বকাবকি করে। আর সে রাগ করে ঘরে চলে যায়। দাদা হবিবর রহমান আরো জানান, কিছুক্ষণ পরে বিকেলে ঘরে গিয়ে দেখা যায় বৈশাখী আড়ার সাথে ঝুলে আছে। মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালে আনা হয়েছে।

Comment using Facebook