ইউক্রেইনে হামলা চালাতে রাশিয়ার অজুহাত তৈরি: যুক্তরাষ্ট্র

0
220

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া যে কোনও সময় ইউক্রেইনে আগ্রাসন চালাতে পারে এবং হামলার জন্য আকস্মিকভাবে অজুহাত তৈরি করতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার নেটো অঞ্চলের ‘প্রতিটি ইঞ্চি’ রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ওয়াশিংটন একথা বলেছে। ইউক্রেইন সীমান্তে এক লাখের বেশি সেনাসমাবেশ ঘটিয়েছে রাশিয়া।

সংকট নিরসনে ওয়াশিংটন কূটনীতির দ্বার খোলা রাখলেও তাতে সফলতা আসেনি। যুক্তরাষ্ট্র বারবার সতর্ক করে দিয়ে বলছে, ইউক্রেইনে আগ্রাসন আসন্ন।

Comment using Facebook