মণিরামপুর সরকারী বালিকা বিদ্যালয়ে
ভর্তির চান্স পেলো ছাত্র

0
95


মণিরামপুর সংবাদদাতা
মনিরামপুর সরকারী বালিকা বিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষার ফলাফলে একজন ছাত্রের নাম প্রকাশিত হয়েছে। এঘটনায় এলাকাবাসীর মাঝে মুখরোচক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জানাযায়, লটারীর মাধ্যমে সোমবার সন্ধ্যায় মনিরামপুর সরকারী বালিকা বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফলের তালিকা প্রকাশিত হয়। এতে ৬ষ্ঠ শ্রেণীতে ৬০জন শিক্ষার্থীর নাম প্রকাশিত হলেও ৫৫ নং ক্রমিকে আব্দুল আহাদের নাম প্রকাশিত হয়েছে। সে পৌরসভার তাহেরপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। আহাদ প্রভাতী বিদ্যাপীঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। আব্দুল আহাদ জানায়, সে তার স্কুলের প্রধান শিক্ষক মাকসুদুর রহমান মাসুদ স্যারের মাধ্যমে মনিরামপুর সরকারী পাইলট উচ্চ বালক বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করে। কিন্তু তার ভর্তির অনুমতি হয়েছে মনিরামপুর সরকারী বালিকা বিদ্যালয়ে। এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসার কবীর হোসেন পলাশের কাছে ফোন করলে তিনি জানান, কম্পিউটারে মিসটেক হতে পারে। তিনি তদন্ত করে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নিবেন বলে জানান।

Comment using Facebook