চীনের আরও ৫৪ অ্যাপ নিষিদ্ধ করলো ভারত

0
197

আন্তর্জাতিক ডেস্ক

নিরাপত্তা ইস্যুতে চীনের আরও ৫৪টি অ্যাপ বন্ধ করেছে ভারত। সীমান্ত নিয়ে দেশ দুইটির মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। যা প্রভাব ফেলছে ব্যবসা-বাণিজ্যেও। সোমবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্ট, আলিবাবা ও নেটইজেরসহ বহু অ্যাপ নিষিদ্ধ করেছে।

তবে এগুলো রি-ব্র্যান্ডেড কারণ ২০২০ সালেই এ ধরনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করে ভারত। ২০২০ সালের জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় দেশ দুইটির সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়।

Comment using Facebook