যশোরে গাঁজা বেচাকেনার সময় দু’ বিক্রেতা গ্রেফতার

0
110


যশোর অফিস
সদর ও পুরাতন কসবা ফাঁড়ি পুলিশের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে গাঁজা বেচাকেনার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর শহরের পূর্ব বারান্দী সরদার পাড়া ১নং ওয়ার্ডস্থ আব্দুর রশিদ সড়ক বউ বাজার সিটি কলেজ পাড়া হিরোনী বেগমের বাড়ির মৃত আহম্মেদ হোসেনের ছেলে মমিনুল ইসলাম ও বাঘারপাড়া উপজেলার ভদ্রডাঙ্গা গ্রামের মঞ্জুর হোসাইনের ছেলে আকিমুজ শরীফ ওরফে শাওন। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে দু’টি মামলা হয়েছে। পুরাতন কসবা পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ফাঁড়ির একজন এসআইসহ একদল পুলিশ শহরের খড়কী কলাবাগান গলিপথ সুফিয়া বেগমের চায়ের দোকানের সামনে গাঁজা বেচাকেনার সময় আকিমুজ শরীফ ওরফে শাওনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপর দিকে, সদর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, বুধবার ৭ ডিসেম্বর রাত পৌনে ৮ টায় ফাঁড়ির এক এসআইসহ একদল পুলিশ শহরের বউ বাজার সিটি কলেজ পাড়া মোছাঃ হিরনী বেগমের বাড়িতে অভিযান চালায়। এসময় জামাতা মমিমুল ইসলামকে গ্রেফতার করে। পরে তার দেখানো মতে ১শ’ ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার ৮ ডিসেম্বর দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

Comment using Facebook