খাজুরা (যশোর) সংবাদদাতা
গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় মসজিদ চত্বরে মসজিদের উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মসজিদের ঈমাম ও খতিব মুফতী মাও. মনিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন যশোর-৪ সংসদীয় আসনের এমপি রণজিৎ কুমার রায়।
বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, বাকড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীরন কুমার শর্মা, আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী ভোলা, যুবলীগ নেতা রুবেল রানা প্রমুখ। যশোরের খাজুরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি গঠন করা হয়েছে।
এতে আজিজুল ইসলাম সভাপতি ও কবির হোসেন সাধারণ সম্পাদক মনোনীত হন। ২৯ সদস্যের এই মসজিদ কমিটির অন্যরা হলেন, সহসভাপতি ইসলাম মোল্যা, কোষাধ্যক্ষ সিদ্দিক মন্ডল, সদস্য নওশের আলী, আমির হোসেন, আব্দুল হাই, রুবেল রানা, মিজানুর রহমান, রিপন হোসেন, মিঠুন হোসেন, মজিদুল ইসলাম, খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আলমগীর হোসেন, খাজুরা খাদ্য গুদামের পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম হোসেন, খাজুরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশরাফুজ্জামান, ফিরোজ হোসেন, নজরুল ইসলাম, সাইদুর রহমান, রেজাউল ইসলাম, ইব্রাহীম হোসেন, দাউদ মন্ডল, নজরুল ইসলাম, সাইফুজ্জামান চৌধুরী ভোলা, ইদ্রিস আলী, শিহাব উদ্দীন, নিয়ামত হোসেন, আব্দুল ওহাব, ওয়াহিদুজ্জামান ও সেলিম রেজা।
সভায় জানানো হয়, ঘোষিত এ কমিটির মেয়াদ আগামী দুই বছর। এছাড়া আগামী মাসের প্রথম সপ্তাহে খাজুরা বাজার ব্যবসায়ী কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়।