ধোপাদী ৪দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

0
380

স্টাফ রিপোর্টার

অভয়নগরের ধোপাদী, সবুজবাগ ও পোড়াবাড়ীসহ সর্বস্তরের জনগণের উদ্যোগে খুলনা বিভাগের সর্ববৃহৎ ৪ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ধোপাদী গ্রামে এসভা অনুষ্ঠিত হয়। সভায় মাহফিল সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আগামী মার্চ মাসের ১, ২, ৩ ও ৪ তারিখে অনুষ্ঠিতব্য মাহফিলের প্রথম দিন মঙ্গলবার প্রধান বক্তা হিসাবে আলোচনা করবেন, হযরত মাওলানা শরিফুজ্জামান রাজীবপুরী নেত্রোকোনা, দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মুফতী রাকিবুল হাসান, ইমাম ও খতিব এক্তারপুর ফারাজীবাড়ী জামে মসজিদ।

সভপতিত্ব করবেন, হযরত মাওলানা মুফতি দেলোয়ার হুসাইন, মুহতামীম-ধোপাদী মহিলা মাদ্রাসা। দি¦তীয় দিন বুধবার প্রধান বক্তা, হযরত মাওলানা শহিদুল ইসলাম সিদ্দিকী কুয়াকাটা। দ্বিতীয় বক্তা হযরত মাওলানা নুর আলম ছিদ্দিকী ফরিদপুর। সভাপতিত্ব করবেন, হযরত মাওলানা আঃ রব, মুহতামীম-ধোপাদী নুরানী হাফেজী কওমী মাদ্রাসা। তৃতীয় দিন প্রধান বক্তা ড. আব্দুল্লাহিল মারুফ ভারত। দ্বিতীয় বক্তা মুফতী মুজিবুর রহমান, মুহতামীম- যশোর দড়াটানা মাদ্রাসা। সভাপতিত্ব করবেন, ক্বারী মোজাফফর হোসেন, ইমাম-ধোপাদী সরদারপাড়া বাইতুল আকসা জামে মসজিদ। চতুর্থ দিন প্রধান বক্তা হযরত মাওলানা মনিরুজ্জামান বারাসাত ভারত। দ্বিতীয় বক্তা আলহাজ্ব মাওলানা মাসুম বিল্লাহ, মুহতামীম-আমেনা কওমী মহিলঅ মাদ্রাসা। সভাপতিত্ব করবেন, আলহাজ্ব এম এম আমিন উদ্দিন, সাবেক সংসদ সদস্য যশোর-৪ ও সভাপতি মাহফিল এন্তেজামিয়া কমিটি। প্রচার কমিটির উদ্যোগে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন আ: রউফ মোল্যা, উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর তালিম হোসেন, আলহাজ্ব আব্দুল লতিফ মোল্যা, ইসলাম হোসেন মোল্যা, সরদার মশিয়ার রহমান, জাকির হোসেন, মফিজুর রহমান দপ্তরী, কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম মোড়ল, শাহিন আহম্মেদ, ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন, ইউপি মেম্বর আজিজুর রহমান, হাজী মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ইউনুস গাজী, জাহিদুল ইসলাম, সিরাজ মোল্যা।

Comment using Facebook