চৌগাছায় ৪৪ মোটরসাইকেল জব্দ

0
172

চৌগাছা সংবাদদাতা

যশোরের চৌগাছায় ট্রাফিক পুলিশের অভিযানে ৪৪ মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চৌগাছার কপোতাক্ষ সেতু মোড়ে এই অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করা হয়।

যশোর ট্রাফিক পুলিশের টিএসআই সরোয়ার হোসেনের নেতৃত্বে যশোর ট্রাফিক পুলিশ সদস্যরা অংশ নেন। অভিযানে নিবন্ধন না থাকা, চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, হেলমেট ব্যবহার না করার অভিযোগে এসব মোটরসাইকেলের চালকের বিরুদ্ধে মামলা দিয়ে মোটরসাইকেলগুলি চৌগাছা থানায় সোপর্দ করা হয়।

টিএসআই সরোয়ার হোসেন বলেন যাদের নিবন্ধন নেই তাঁরা নিবন্ধন করে জরিমানা দিয়ে, যাদের হেলমেট বা ড্রাইভিং লাইসেন্স নেই তাঁরা জরিমানা জমা দিয়ে ছাড়পত্র নিয়ে থানা থেকে মোটরসাইকেল ছাড়িয়ে নিতে পারবেন।

চৌগাছা থানার ডিউটি কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফ হোসাইন বলেন, বিকাল পর্যন্ত ট্রাফিক পুলিশ ৪৪টি মোটরসাইকেল জব্দ করে থানায় সোপর্দ করেছে।

Comment using Facebook