ডুমুরিয়ায় ২টি ইটভাটায় জরিমানা

0
180

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা

সঠিক পরিমাপ না থাকা এবং মূল্য তালিকা না টানানোর অপরাধে খুলনার ডুমুরিয়ায় দুটি ইটভাটাকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সিকদার শাহীনুর আলম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর খুলনা জেলা কার্যালয়ের নিয়মিত বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে আজ ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া এলাকার মেসার্স বাহার ব্রিক্স ও আল্লার দান ব্রিক্স এ অভিযান পরিচালনা করা হয়। এতে ইটের পরিমাপ কম হওয়া এবং মূল্য তালিকা না টানানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘণ করায় প্রতিষ্ঠান দুটিকে ৪৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

এছাড়া কয়েকটি পয়েন্টে টিসিবির ট্রাক সেল কার্যক্রম তদারকি করা হয়। ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে মাইকিংসহ, লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা করেন ৩ এপিবিএন ও ক্যাব প্রতিনিধি, খুলনা। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Comment using Facebook