ফুলতলার নবাগত ইউএনও’র সাথে
প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

0
133


বিশেষ প্রতিনিধি, ফুলতলা
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় ফুলতলা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ এর সাথে এক সৌজন্য সাক্ষাত করেন ফুলতলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ক্রীড়া সংস্থা ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক গৌর হরি দাস, সদস্য মঈন উদ্দিন ময়না, তরিকুল ইসলাম টলা, মোঃ রাসেল শেখ প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার সার্বিক কর্মকান্ড পরিচালনার ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

Comment using Facebook