কাল সুন্দরবন দিবস

0
372

খুলনা ব্যুরো

‘বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন’ এ প্রতিপাদ্যকে উপজীব্য করে প্রতিবারের ন্যায় এবারও আগামীকাল ১৪ ফেব্রুয়ারী সোমবার সুন্দরবন দিবস উদযাপন করা হবে। অতিমারী করোনা ভাইরাসের ফলে চলমান নিষেধাজ্ঞার কারণে এবারও গতবারের মত সীমিতভাবে দিবসটি পালিত হবে।

এ উপলক্ষে সুন্দরবন একাডেমির উদ্যোগে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর ও রাজধানী ঢাকার সুন্দরবনপ্রেমিদের অংশগ্রহণে ভার্চয়াল প্লাটফর্মে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র রক্ষা এবং অনন্যসুন্দর প্রাকৃতিক এ সম্পদ সংরক্ষণে দুই দশকেরও বেশী সময় ধরে সুন্দরবন একাডেমির আয়োজনে খুলনাসহ সুন্দরবনঘনিষ্ট জেলাসমূহে বেসরকারিভাবে সুন্দরবন দিবসের নানাবিধ কর্মসূচী পালিত হয়ে আসছে।

Comment using Facebook